Latest Updates

Hon'ble External Affairs Minister of India with PM Sheikh Hasina

ডা. এস. জয়শংকর
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী,
ভারত সরকার
০৪ মার্চ ২০২১

সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি। তাঁর বিচক্ষণতা এবং নেতৃত্ব আমাদের সম্পর্ককে অনুপ্রাণিত করে চলেছে।

আমার বাবা, প্রয়াত কে. সুব্রহ্মণ্যমের রচিত বাংলাদেশ বিষয়ক দু’টি বই উপহার দিয়েছি তাঁকে। এগুলো ১৯৭২ সালের প্রথম দিকে বাংলাদেশকে নিয়ে লেখা প্রথম বইগুলির মধ্যে অন্যতম। বাংলাদেশের এই অসাধারণ অগ্রগতি দেখে তিনি গর্বিত হতেন।

Dr. S. Jaishankar,
Hon'ble External Affairs Minister of India
04 March 2021

Thank PM Sheikh Hasina for receiving me today. Conveyed warm greetings of PM Sh. Narendra Modi. Her sagacity and leadership continues to inspire our relationship.

Presented her with two books on Bangladesh written by my late father K. Subrahmanyam. These are amongst the first books written on Bangladesh in early 1972. He would’ve been proud to see Bangladesh’s remarkable progress.
Back To All Updates