অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি, বাংলাদেশ - এ সরকারি সফরে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 02Jul 24 - এ সাক্ষাৎ করেন। আলোচনা চলাকালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে - এর অবদানের কথা স্মরণ করেন ও প্রশংসা করেন। CNS প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ান নৌ সেনা ও বাংলাদেশ নৌসেনা - এর মধ্যে চলমান দ্বিপাক্ষিক সামুদ্রিক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
Back To All Updates