বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের রাষ্ট্রীয় সফর ভারত-বাংলাদেশ মৈত্রীর গভীরতার প্রতিফলন ঘটায়।
আমাদের নতুন মেয়াদে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় অতিথি হওয়াটা, সম্পর্কের প্রতি আমরা কতটা গুরুত্ব দিই তা প্রদর্শন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমনটা বলেছেন, বাংলাদেশ আমাদের নেবারহুড ফার্স্ট, অ্যাক্ট ইস্ট, এসএজিএআর (SAGAR) এবং ইন্দো-প্যাসিফিক নীতিমালার সংযোগস্থলে রয়েছে।
সত্যিকারের ভালো প্রতিবেশী হওয়ায়, আমাদের বন্ধন ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোকে দৃঢ় করছে এবং নতুন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করছে। আজ স্বাক্ষরিত চুক্তিগুলো আমাদের বন্ধনের প্রসার প্রদর্শন করে। সমুদ্র থেকে মহাকাশ, ডিজিটাল, গ্রিন ও স্বাস্থ্য, সামরিক, রেল ও দুর্যোগ পর্যন্ত, আমাদের দুই দেশ মানব প্রচেষ্টার সকল উপায়ে সহযোগিতা করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সময়ের সাথে আরও উন্নতিলাভ করতে থাকবে বলে আমি আত্মবিশ্বাসী।
Back To All Updates