ভারতীয় হাই কমিশন গাজীপুরের কাওরাইদে কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে আইজিসিসি আয়োজিত একটি অনুষ্ঠানে নেতাজি সুভাষ-কাজী নজরুল সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। বাংলাদেশের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি নজরুলের আলোড়ন সৃষ্টিকারী কবিতা আবৃত্তি ও গান নিয়ে অনেক বিশিষ্ট শিল্পী এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে হাই কমিশনার প্রণয় ভার্মা কবি নজরুলকে বাংলাদেশ ও ভারতের যৌথ ঐতিহ্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি কবি নজরুলের কর্ম ও তা থেকে বিকিরিত মূল্যবোধকে মানবতার সম্মিলিত বিবেকের বাতিঘর হিসেবে অভিহিত করেছেন, যা আগামী প্রজন্মসমূহকে অনুপ্রাণিত করবে।
Back To All Updates