Latest Updates

এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করেন

এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করেন এবং “লেসনস্‌ ফ্রম অনগোয়িং কনফ্লিক্টস” বিষয়ে বক্তব্য প্রদান করেন। এয়ার চিফ এনডিসি-র শিক্ষকমন্ডলী এবং কোর্সকারী সিনিয়র অফিসারদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু পরিদর্শন করেন এবং ৮ স্কোয়াড্রন ও ২১৪ এমআরও-এর কর্মকর্তাবৃন্দ ও বিমানসেনাদের সাথে মতবিনিময় করেন।
Back To All Updates