এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করেন এবং “লেসনস্ ফ্রম অনগোয়িং কনফ্লিক্টস” বিষয়ে বক্তব্য প্রদান করেন। এয়ার চিফ এনডিসি-র শিক্ষকমন্ডলী এবং কোর্সকারী সিনিয়র অফিসারদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু পরিদর্শন করেন এবং ৮ স্কোয়াড্রন ও ২১৪ এমআরও-এর কর্মকর্তাবৃন্দ ও বিমানসেনাদের সাথে মতবিনিময় করেন।
Back To All Updates