হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকায় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের লক্ষ্যে একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
হাই কমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশের সাথে ভারতের ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রশংসা করেন এবং একটি স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য ভারতের অঙ্গীকার নিশ্চিত করেন। বাংলাদেশের মাননীয় স্পিকার এই উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানান এবং উল্লেখ করেন যে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি অন্যান্য জাতির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
এই অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের সরকার, সংসদ, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, কূটনৈতিক কোরের সদস্যগণের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষাবিদ, সুশীল সমাজ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ক্ষেত্রের অতিথিসহ এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। স্বনামধন্য বাংলা ব্যান্ড 'জলের গান'-এর একটি বর্ণাঢ্য পরিবেশনা দুই দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।
Back To All Updates