১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতি প্রদানের ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রতি বছর উদ্যাপিত "মৈত্রী দিবস"-এ সম্মানিত অতিথি হিসেবে হাই কমিশনার প্রণয় ভার্মাকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাই কমিশনার মৈত্রী দিবসের গুরুত্বকে শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কের অর্জনের প্রতিফলন ঘটানোর দিন হিসেবে নয়, ভবিষ্যতের জন্য আমাদের অংশীদারত্বকে আরও গভীর ও শক্তিশালী করার জন্য নতুন সংকল্প করার একটি উপলক্ষ্য হিসেবেও উল্লেখ করেন। তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ককে চিরন্তন হিসেবে চিহ্নিত করেন যা ১৯৭১ সালের যৌথ ত্যাগের মূলে রয়েছে। তিনি তরুণদেরকে আমাদের যৌথ ইতিহাস আত্মস্থ করার এবং ১৯৭১ সালের চেতনা ও আদর্শকে সংরক্ষণ ও প্রচার করার আহ্বান জানান।
Back To All Updates