Latest Updates

হাই কমিশনার প্রণয় ভার্মা মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি অংশগ্রহণকারীগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

হাই কমিশনার প্রণয় ভার্মা ২২ অক্টোবর মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি ২০২৪ কোর্সে অংশগ্রহণকারীগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। হাই কমিশনার নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করতে বিশ্বের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে গুরুত্বসহ তুলে ধরে ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে কথা বলেন। তিনি ভারতের পররাষ্ট্রনীতির "নেইবারহুড ফার্স্ট", "অ্যাক্ট ইস্ট পলিসি", SAGAR মতবাদ ও সেইসাথে ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের অগ্রাধিকারসমূহের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী দর্শন ব্যাখ্যা করেন। হাই কমিশনার উল্লেখ করেন, বাংলাদেশের সাথে আমাদের আন্তঃনির্ভরশীলতার ওপর নির্মিত একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে ভারত , যেখানে উভয় দেশের জনগণ থাকবে প্রধান অংশীজন।
Back To All Updates