আজ আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে ভারত দ্বারা স্বীকৃতি দেওয়ার ৫০ বছর পূর্তি করছি। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অভিন্ন আত্মত্যাগ স্বীকার করে, যে ভারত-বাংলাদেশ মৈত্রী রচিত হয়েছিল তা আজ দ্বিপাক্ষিক সম্পর্কের সোনালী অধ্যায় লেখার ৫০ বছরের পথ অতিক্রম করেছে। এই বছর উভয় দেশ যৌথভাবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মৈত্রী দিবস উদযাপন করছে।